জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২০ অগাস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন ২০ অগাস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 11:56 AM
Updated : 15 August 2017, 11:56 AM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “ভর্তিচ্ছুরা ২০ অগাস্ট সকাল ১০টা থেকে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত www.ju-admission.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন ফি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে পরিশোধ করতে হবে।”

আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের অধীনে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে বলে তিনি জানান।

তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় পরে সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভর্তির বিস্তারিত তথ্য বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission থেকে জানা যাবে।