ছাত্রলীগের শোক দিবসের কর্মসূচিতে ৭০ ব্যাগ রক্ত সংগ্রহ

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীদের দেওয়া ৭০ ব্যাগ রক্ত সন্ধানীকে দিয়েছে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 07:37 PM
Updated : 14 August 2017, 07:37 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ।

সংগ্রহ করা রক্ত ‘সন্ধানীর’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখায় দেওয়া হয় বলে জানান সংগঠনের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন।

স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব এম এ আজিজ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।