সচিব হলেন ৫ কর্মকর্তা

ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 12:37 PM
Updated : 13 August 2017, 12:37 PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মফিজুল ইসলাম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরীকেও সচিব করেছে সরকার।

এছাড়া ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারকে সচিব করে রোববার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেওয়াজ অনুাযায়ী, এই পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে সবাইকে আদের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মকর্তা আছেন।