সিঙ্গাপুর থেকে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 05:39 PM
Updated : 12 August 2017, 05:39 PM

শনিবার রাত পৌনে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৬ অগাস্ট সিঙ্গাপুর যান আবদুল হামিদ।

তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল আই সেন্টারে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।

এর আগে গত ২৪ এপ্রিল চিকিৎসার জন্য লন্ডন এবং সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন রাষ্ট্রপতি।