শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে কমিটি

ঢাকার শাহজালাল বিমানবন্দরের মূল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 12:05 PM
Updated : 11 August 2017, 12:05 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপ-পরিচালক দেবাশীষ বর্ধণকে প্রধান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি দুই সদস্যের মধ্যে ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান রয়েছেন।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান মিজানুর।

শুক্রবার জুমার নামাজের পরপর বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যাওয়ায় বিভিন্ন ফ্লোরের অধিকাংশ কর্মী বাইরে বেরিয়ে আসেন; বন্ধ রাখা হয় বহির্গমনের কার্যক্রমও।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকাল ৫টা ৩৫ মিনিটে পুরোপুরি নেভানো হয় বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা মিজানুর।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হলে দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।