চীনা বিশ্ববিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীর ‘স্পট অ্যাডমিশন’

দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের ৩০ শিক্ষার্থীর ‘স্পট অ্যাডমিশন’ নিয়েছে চীনের সাউথওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 05:45 PM
Updated : 5 August 2017, 05:45 PM

ভর্তিচ্ছু এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিযারিং, সিভিল ইঞ্জিনিযারিং, মেকানিক্যাল ইঞ্জিনিযারিং, পেট্রোলিযাম প্রকৌশল, বিবিএ ও অর্থনীতি বিষয়ে লেখাপড়ার সুযোগ পাবেন।

সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিনসহ একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রাক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

চীনে উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যায়ের মধ্যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘মালিশা ইডু’ শনিবার রাজধানীর একটি হোটেলে স্পট অ্যাডমিশনের আয়োজন করে।

সাউথওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিন ডাইলেই, অ্যাডমিশন অফিসার ইয়াং ইয়ান বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনার বিভিন্ন দিক বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবু, মালিশা ইডুর ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ উপস্থিত ছিলেন ।