পানি সুরক্ষায় সিম্পোজিয়াম

পানি দূষণের ভয়াবহতা এবং তা রোধের উপায় নিয়ে সম্প্রতি রাজধানীতে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 05:16 PM
Updated : 1 August 2017, 05:16 PM

বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিজেএসআইআর) ‘পানি সুরক্ষার জন্য পরিবেশগত রসায়ন’ বিষয়ক এ সিম্পোজিয়ামের আয়োজন করে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের দুইশ’র বেশি দেশি-বিদেশি পানি বিশেষজ্ঞ এ সিম্পোজিয়ামে অংশ নেন। মোট ৮৯টি গবেষণা প্রবন্ধ সেখানে উপস্থাপন করা হয়।

প্রবন্ধগুলোতে বাংলাদেশসহ সারা বিশ্বে পানি দূষণের ভয়াবহতা এবং সবার জন্য নিরাপদ খাবার পানির গুরুত্ব তুলে ধরা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) আয়োজিত এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পানি বিশুদ্ধকারী ব্র্যান্ড ‘পিওরইট’ ছিল এর টাইটেল স্পন্সর।

বিসিএসআইআর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ার হোসেন এতে অংশ নেন।