বৃষ্টি শুক্রবার নাগাদ কমার আভাস

শ্রাবণের মাঝামাঝিতে সারাদেশে চলমান ভারি বর্ষণ শুক্রবার নাগাদ কমতে পারে বলে আভাস মিলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 11:07 AM
Updated : 26 July 2017, 11:12 AM

প্রবল বর্ষণে রাজধানীজুড়ে জলজটে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। বিভিন্ন জেলা শহরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায়।

মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারি বর্ষণ হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবারও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবার বিকাল থেকে এই প্রবণতা কমতে পারে।”

চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারি বর্ষণে ভূমি ধসের শঙ্কার কথাও জানান আবহাওয়াবিদ রহমান।

গত তিন দিন সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সঙ্কেত থাকলেও ঝড়ো হাওয়া কেটে যাওয়ায় তা নামিয়ে ফেলা হয়েছে।