বাংলাদেশিদের ভারত যাতায়াতের নিয়ম শিথিল

এতদিন ধরে বাংলাদেশিদের ভারতে যাওয়া ও ফেরা নির্দিষ্ট পথে করার যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে নিয়েছে ভারত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 06:21 PM
Updated : 25 July 2017, 06:24 PM

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে প্রতিবেশী দেশটির এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এখন ভারতীয় ভিসা নিয়ে যে কোনো বাংলাদেশি যাওয়া-আসার ক্ষেত্রে ২৪টি বিমানবন্দর এবং দুটি স্থল বন্দরের যে কোনোটি ব্যবহার করতে পারবেন।

বিমানবন্দরগুলো হল আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্ণৌ), অমৃতসর, বাগডোগড়া, বেঙ্গালুরু, কালিকট, চণ্ডীগড়, চেন্নাই, কোচিন, কোইম্বাটর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গুয়াহাটি, গয়া, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালুর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবান্দ্রাম ও বারানসি।

স্থল সীমান্তের চেকপোস্টগুলো হল বেনাপোল-হরিদাসপুর এবং দর্শনা-গেদে।

এর আগে বাংলাদেশের নাগরিকরা শুধু ভিসায় উল্লিখিত চেকপোস্ট দিয়েই ভারতে আসা-যাওয়া করতে পারতেন। ফলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের সময় ও অর্থ বেশি লাগত।