ভোটার হালনাগাদ শুরু হচ্ছে মঙ্গলবার

চলতি বছরের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 04:25 PM
Updated : 24 July 2017, 04:25 PM

দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হচ্ছে তাদের তথ্য সংগ্রহ শুরু হবে। আগামী ৯ অগাস্ট পর্যন্ত এ কাজ চলবে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ময়মনসিংহে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও সুপার ভাইজারদের যাচাই কার্যক্রম চলবে ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট। এরপর ২০ অগাস্ট থেকে ২২ অক্টোবর নাগরিকদের নিবন্ধন চলবে। ঈদুল আজহা ও পূজার ছুটি এর আওতায় থাকবে না।

বর্তমানে ১০ কোটি ১৮ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে।  ২০১৮ সালের ৩০ অক্টোবরের পর শুরু হবে নির্বাচনের সময় গণনা।

হালনাগাদে যোগ হওয়া নতুন ভোটাররাও একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী বছর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্রীয় সমন্বয় কমিটি রয়েছে ইসির। রোহিঙ্গা ভোটার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পাশাপাশি নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনাও দিয়েছে ইসি।