পঙ্গু হাসপাতালে ১৮ ‘দালালের’ কারাদণ্ড

রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) অভিযান চালিয়ে ১৮ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 04:16 PM
Updated : 23 July 2017, 04:16 PM

এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রভাবিত করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের এই দণ্ড দেওয়া হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম এই আদালত পরিচালনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. হাবিব (৩৩), নুরুল আমিন (২৯), মুজিবর রহমান (৪০), মো. জনি (২৪),  সোহেল রানা (২৫) ও  সিরাজুল ইসলামকে (২৪) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. দুলাল (৬০),  মো. সানাউল হক (৩৩) ও মানিক মিয়াকে (৩৮) ১৫ দিনের, সজল মীরকে (১৮) ১০ দিনের,  মো. আহসান উল্লাহ (৪৮), হামিদা বেগম (২৯), সাবিনা বেগম (৩০),  মোছাম্মত হাসনা (২৬), সুফিয়া বেগম (৩২) ও মো. শাওন মৃধাকে (২৩) সাত দিনের,  মোছাম্মত শাহানাকে (৪৫) ২০ দিনের এবং সাহেরা বেগমকে (৬০) তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।