১২ ক্যাডেট কলেজের সবাই পাস

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই এবার পাস করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 04:12 PM
Updated : 23 July 2017, 04:12 PM

রোববার ফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীর পাসের তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৭৬ জন, আর জিপিএ-৪ প্রাপ্তের সংখ্যা ২৫ জন।

এর মধ্যে ঝিনাইদহ, সিলেট, রংপুর, বরিশাল ও পাবনা ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।

কলেজের নাম

মোট পরীক্ষার্থী

পাস

জিপিএ-৫

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

৫৫

৫৫

৪৫

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

৪৬

৪৬

৪৬

মির্জাপুর ক্যাডেট কলেজ

৪৮

৪৮

৪৭

রাজশাহী ক্যাডেট কলেজ

৫৬

৫৬

৫৪

সিলেট ক্যাডেট কলেজ

৪৯

৪৯

৪৯

রংপুর ক্যাডেট কলেজ

৫১

৫১

৫১

বরিশাল ক্যাডেট কলেজ

৫৪

৫৪

৫৪

পাবনা ক্যাডেট কলেজ

৪৮

৪৮

৪৮

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

৫০

৫০

৪৫

কুমিল্লা ক্যাডেট কলেজ

৪৮

৪৮

৪৭

ফেণী গার্লস ক্যাডেট কলেজ

৫৭

৫৭

৫২

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

৩৯

৩৯

৩৮

মোট

৬০১

৬০১

৫৭৬