পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা; অন্যদিকে ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 02:55 PM
Updated : 23 July 2017, 02:55 PM

এবারের পরীক্ষার যে ফলাফল রোববার প্রকাশ করা হয়েছে, তাতে সব বোর্ড মিলিয়ে ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে মোট ৩৭ হাজার ৯৬৯ জন।

পরীক্ষায় অংশ নেওয়া ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রীর মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন পাস করেছে। তাদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ।

অন্যদিকে, ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪ লাখ ২২ হাজার ৩৯০ জন; পাসের হার ৬৭ দশমিক ৬১ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ৫৩৫ জন ছাত্র, যা ছাত্রদের মোট সংখ্যার ৩ দশমিক ২৯ শতাংশ। আর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪৩৪ জন, যা ছাত্রীদের মোট সংখ্যার ৩ দশমিক ২৪ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও কুমিল্লা ও মাদ্রাসা বোর্ডে ছাত্রদের পাসের হার বেশি।

আবার জিপিএ-৫ প্রাপ্ত মোট ছাত্রের সংখ্যা বেশি হলেও এক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে আছে কুমিল্লা, বরিশাল ও কারিগরি শিক্ষাবোর্ডে।

বোর্ড অনুযায়ী ছাত্র-ছাত্রীর পাসের হার ও জিপিএ-৫

ছাত্রীদের পাসের হার (%)

ছাত্রীদের জিপিএ-৫

বোর্ড

ছাত্রদের পাসের হার (%)

ছাত্রদের জিপিএ-৫

৭১.৪১

৮৮২৫

ঢাকা

৬৮.১৬

১০১০৫

৭৬.০১

২৩৫৫

রাজশাহী

৬৭.৪৬

২৯৩৯

৪৯.৪৮

৩৫৩

কুমিল্লা

৪৯.৫৬

৩২৫

৭৩.৯৩

১১৪২

যশোর

৬৬.৫৬

১৩০৫

৬২.৬৫

৬২৪

চট্টগ্রাম

৫৯.৫৫

৭৬৭

৭৩.৪১

৪১৮

বরিশাল

৬৭.৩৬

৩৯৭

৭৩.৩৬

২৪৫

সিলেট

৭০.৩৯

৪৫৫

৬৮.৩৯

১১৯৬

দিনাজপুর

৬২.৮১

১৭৯১

৭৬.৬০

৪৯৯

মাদ্রাসা

৭৭.৩৩

১৩১৬

৮৬.১১

১৬৬৬

কারিগরি

৭৯.৩৭

১০০৩

৮২.৪৫

১১১

ডিআইবিএস

৬৮.৬২

১৩২

৭০.৪৩

১৭৪৩৪

মোট

৬৭.৬১

২০৫৩৫