প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢোকা ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢুকে পড়ায় পুলিশের করা মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 11:17 AM
Updated : 23 July 2017, 11:17 AM

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতর মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক হেলাল উদ্দিন অভিযোগপত্র জমা দেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মকবুল হোসেন জানান।

আসামিরা হলেন- মুইদ আহমেদ, শেখ শাহরিয়ার করিম ও তাহসিন রেজা।

মামলার নথি থেকে জানা যায়, গতবছর ২৪ ডিসেম্বর ধানমন্ডি ৮ নম্বর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে যাওয়ার সময় তিন যুবক তাদের গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে আসেন।

এরপর তাদের ঘটনাস্থল থেকে ধরে ধানমণ্ডি থানায় নিয়ে মামলা করে পুলিশ। তাদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, সরকারি কাজে বাধা ও ক্ষতিসাধনের হুমকির অভিযোগ আনা হয়।

মামলা হওয়ার পর তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।