বিদেশ কেন্দ্রে ৯৪.২১% পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের বাইরের কেন্দ্রে ৯৪ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 09:25 AM
Updated : 23 July 2017, 09:25 AM

বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫৯ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবার। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

গত বছর বিদেশের কেন্দ্রে পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৫ শতাংশ। সেই হিসেবে বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে।

তবে সার্বিকভাবে এবার সব বোর্ড মিলিয়ে পাসের হার গতবারের ৭৪ দশমিক ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ৬৮ দশমিক ৯১ শতাংশ।

বিদেশের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার।