পাসে সিলেট, পূর্ণ জিপিএতে ঢাকা শীর্ষে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারে এগিয়ে রয়েছে সিলেট বোর্ড; গতবারের মত এবারও কুমিল্লা বোর্ড থেকে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 09:15 AM
Updated : 23 July 2017, 02:38 PM

উচ্চ মাধ্যমিকে এবার সব বোর্ড মিলিয়ে ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে মোট ৩৭ হাজার ৯৬৯ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতে প্রয়োগ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড। আর কুমিল্লা বোর্ডে পাস করেছে সবচেয়ে কম- ৪৯ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী।

৭১ দশমিক ৩০ শতাংশ পাসের হার নিয়ে গতবারের মত এবারও আট বোর্ডে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড এবং ৭০ দশমিক ২৮ নিয়ে বরিশাল বোর্ডের অবস্থান তৃতীয়।

এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৭ হাজার ০২ শতাংশ এবং কারিগরি বোর্ডের বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এক নজরে ফলাফল

 

২০১৭

২০১৬

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

ঢাকা

৬৯.৭৪

১৮৯৩০

৭৩.৫৩

২৮১১০

রাজশাহী

৭১.৩০

৫২৯৪

৭৫.৪০

৬০৭৩

কুমিল্লা

৪৯.৫২

৬৭৮

৬৪.৪৯

১৯১২

যশোর

৭০.০২

২৪৪৭

৮৩.৪২

৪৫৮৬

চট্টগ্রাম

৬১.০৯

১৩৯১

৬৪.৬০

২২৫৩

বরিশাল

৭০.২৮

৮১৫

৭০.১৩

৭৮৭

সিলেট

৭২.০০

৭০০

৬৮.৫৯

১৩৩০

দিনাজপুর

৬৫.৪৪

২৯৮৭

৭০.৬৪

৩৮৯৯

মাদ্রাসা বোর্ড

৭৭.০২

১৮১৫

৮৮.১৯

২৪১৪

কারিগরি বোর্ড

৮১.৩৩

২৬৬৯

৮৪.৫৭

৬৫৮৭

ডিআইবিএস (ঢাকা)

৭১.৫৮

২৪৩

৮১.৪৬

৩২৫

মোট

৬৮.৯১

৩৭৯৬৯

৭৪.৭০

৫৮২৭৬

আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবার ঢাকা বোর্ডে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৯৩০ জন।

পূর্ণাঙ্গ জিপিএ অর্জনে এরপরই রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৯৪ জন।

এবার মাদ্রাসা বোর্ডে ১ হাজার ৮১৫ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৬৬৯ জন এবং ঢাকা ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিসে (ডিআইবিএসে) ২৪৩ জন জিপিএ-৫ পেয়েছেন।