৫৩২ প্রতিষ্ঠানে সবাই পাস,  সবাই ফেল ৭২ প্রতিষ্ঠানে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের থেকে ৩১৬টি কমেছে। আর সবাই ফেল করেছে- এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭টি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 08:34 AM
Updated : 23 July 2017, 09:49 AM

মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এসএসসির মত এবার এইচএসসিতেও ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার গতবারের ৭৪ দশমিক ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭ জন।

ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি। আর ২০১৫ সালে এক হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

অন্যদিকে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার এইচএসসি পাস করতে পারেনি। গতবছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি।

শতভাগ পাস-ফেল

সবাই পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

বোর্ড

সবাই ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

৪০

ঢাকা

১৭

২২

রাজশাহী

১১

কুমিল্লা

৪১

যশোর

চট্টগ্রাম

-

বরিশাল

সিলেট

-

১১

দিনাজপুর

১৬

২৫০

মাদ্রাসা বোর্ড

১৯

১৪৬

কারিগরি বোর্ড

-

৫৩২

মোট

৭২