ভারি বৃষ্টিতে ফের ধসের শঙ্কা

শ্রাবণের প্রথম সপ্তাহ পেরোতেই দেশের প্রায় সব জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি শুরু হয়েছে, যাতে ফের ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 07:38 PM
Updated : 20 July 2017, 07:38 PM

বৃস্পতিবার সীতাকুণ্ডে ৩৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এই বৃষ্টিপাত ১১ জুন রাঙামাটির রেকর্ড ছাড়িয়ে গেছে।

ওই দিন রাঙামাটিতে ৩৬৫ মিলিমিটার বৃষ্টি হয়। সে সময় রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় বিরাজ করায় শুক্রবারও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ এ কেএম রুহুল কুদ্দুছ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে।”

এদিকে তিনদিন ধরে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।