সাযযাদ কাদির ও শান্তনু কায়সারকে স্মরণ

বাংলা একাডেমি আয়োজিত সভায় যোগ দিয়ে কবি সাযযাদ কাদির ও লেখক শান্তনু কায়সারকে স্মরণ করলেন কবি-লেখক-অধ্যাপক-শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 06:54 PM
Updated : 16 July 2017, 06:54 PM

রোববার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ স্মরণ সভা হয়। আলোচনায় অংশ নেন কবি ফারুক মাহমুদ, ড. আহমেদ মাওলা, ড. তারেক রেজা ও কবি পিয়াস মজিদ। সভায় সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “সাযযাদ কাদির ও শান্তনু কায়সার উভয়েই ছিলেন অঙ্গীকারাবদ্ধ মানুষ। নিজেদের পেশাগত বৃত্ত ছাপিয়ে সাহিত্যকে তারা আজীবন চর্চার বিষয় নির্বাচন করেছেন। সাহিত্যচর্চার সমান্তরালে জনমানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে তারা তাদের সৃষ্টিকর্মে নানা মাত্রায় ভাস্বর করেছেন।”

শামসুজ্জামান খান বলেন, “শান্তনু কায়সার ছিলেন একজন ভিন্নমাত্রার প্রাবন্ধিক ও গবেষক। বক্তব্য-বিষয়ের পাশাপাশি ভাষার লাবণ্যে তার গদ্যচর্চা এক নতুন ধারার উন্মোচক। অন্যদিকে কবি সাযযাদ কাদির তার কবিতা, গদ্যচর্চা এবং সাংবাদিকতার মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।”

স্মরণসভায় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, লেখক সুব্রত বড়–য়া, কবি মাকিদ হায়দার, আলোকচিত্রী এম এ তাহের এবং শান্তনু কায়সার ও সাযযাদ কাদিরের পরিবারের সদস্যরা।