অস্বস্তির গরম আরও ‘দুদিন’

টানা কয়েক দিনের বৃষ্টির পর রোববার রোদেলা আবহাওয়ায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের অনেক এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 05:06 PM
Updated : 16 July 2017, 05:06 PM

আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন পরিস্থিতি আরও দুই দিন থাকতে পারে।সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টি হতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ছিল না। রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ৩০ মিলিমিটার।

বেশি গরম অনুভূত হওয়ার কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বলেন, “সাগরে একটি লঘুচাপ রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। তাই রোদেলা আবহাওয়ায় গরম অনুভূত হয়েছে বেশি, শরীর থেকে বেশ ঘাম ঝরেছে। দুদিন পর তা কেটে যাবে।”

মঙ্গলবার থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, দেশের ভিতরে বৃষ্টিপাত কমে আসায় উত্তর ও উত্তরপূর্বে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, দ্রুত পানি নেমে যাচ্ছে বন্যাকবলিত এলাকায়।

“বুধবারের মধ্যে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।”

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।