‘মডেল বানানোর প্রলোভনে’ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাভারে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে এনে দুই তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 02:13 PM
Updated : 11 July 2017, 02:13 PM

মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের চরখালশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান।

গ্রেপ্তার লিটন আলী মণ্ডল (৩০) ঝিনাইদহের গয়াসপুর এলাকার শসসের আলী মণ্ডলের ছেলে। তিনি ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

ওসি বলেন, গত ৬ জুলাই রাতে সাভারে গোয়েন্দা কার্যালয়ের পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় লিজেন্ড কলেজের কমন রুমে আটকিয়ে দুই তরুণীকে লিটন ও তার সহযোগীরা ধর্ষণ করে। প্রতিবেশীদের সহায়তায় পরদিন শুক্রবার ভোরে তাদের উদ্ধার করে ডিবি পুলিশ।

তখন গ্রেপ্তার করা হয় ভবনটির কেয়ারটেকার মোকাররম (১৮) ও লিজেন্ড কলেজের কেয়ারটেকার মিজানুর রহমানকে (২৭)।

ওই দিন ডিবি কার্যালয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এ এফ এম সায়েদ জানিয়েছিলেন, একজনকে রুমে আটকে রেখে আরেক জনকে ধর্ষণ করা হয়েছে।

তবে এক তরুণীর করা মামলায় দুইজনই ধর্ষণের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, লিটন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে গোপন খবরে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।