সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামী মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 06:48 AM
Updated : 1 July 2017, 07:47 AM

শুক্রবার রাত পৌনে ১২টায় বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় তারা মৃত্যৃ হয় বলে বলে জানিয়েছেন তার আত্মীয় সৌরভ ভট্টাচার্য্য।

সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেসো (করুণাময় গোস্বামী) বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন।”

করুণাময় গোস্বামীর বয়স হয়েছিল ৭৩ বছর। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা আছে।

আমেরিকা ও কানাডাপ্রবাসী দুই সন্তান ফিরলে তার শেষকৃত্য হবে।

১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সঙ্গীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে।

প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি শিল্প, সাহিত্য ও সংগীতে করুণাময় গোস্বামীর অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।