গুলিস্তানে দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 07:19 AM
Updated : 29 June 2017, 07:19 AM

নিহত মো. জামাল হোসেন (৪০) ওই অটোরিকশার চালক ছিলেন।

আহত মুফতী হাবিব উল্লাহ (৪৫), মো. জাহাঙ্গীর (৩০), মো. জামাল (৪২) ও উসমানকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই  মো. বাচ্চু মিয়া জানান,বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কচুক্ষেত থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল অটোরিকশাটি। পথে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে চালক ও চার যাত্রী আহত হন।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

আহত জাহাঙ্গীরের ভগ্নিপতি সুলতান জানান, মুফতি হাবিব উল্লাহ কচুক্ষেত আল-আমিন মসজিদের ইমাম। তার সঙ্গে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন জাহাঙ্গীর। আর জামাল ও উসমান মাছ ব্যবসায়ী।