সুধীন দাশের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 05:57 AM
Updated : 28 June 2017, 05:57 AM

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সুধীন দাশের মৃত্যু হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বুধবার বলেন, “এক শোকবার্তায় রাষ্ট্রপতি সুধীন দাশের অবদানের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, সুধীন দাশের অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করবে।”

রাষ্ট্রপতি হামিদ প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে প্রেস সচিব জানান।

সুধীন দাশের জন্ম ১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরের বাগিচাগাঁওয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএ পরীক্ষার সময় তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন সংগীতে।

একুশে পদক পাওয়া এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন, সংগীত পরিচালনা করেছেন, সংগীত নিয়ে করেছেন গবেষণা। কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপি তৈরি করেছেন তিনি।

বৃহস্পতিবার ধানমন্ডির নজরুল ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদনের পর পোস্তগলা শ্মশানে তার শেষকৃত্য হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।