ঈদে ঢাকায় নিরাপত্তায় আনসারের স্ট্রাইকিং ফোর্স

ঈদে রাজধানী ও আশপাশের জেলাগুলোয় নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে আনসারের আনসার স্ট্রাইকিং ফোর্স (এএসএফ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 11:57 AM
Updated : 25 June 2017, 11:57 AM

শনিবার মাঠে নামা এএসএফ সদস্যরা থাকবেন থাকবেন ঈদের তৃতীয় দিন পর্যন্ত।

রাজধানীতে দায়িত্ব পালন করবেন আনসারের বিশেষায়িত এ বাহিনীর ৩৩০ জন সদস্য। কমলাপুর রেলস্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, সদরঘাটে যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন তারা। এছাড়া কূটনৈতিকপাড়া, অভিজাত এলাকা গুলশানেও থাকবেন বাহিনীর সদস্যরা।

যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করবেন তারা।

এএসএফের চারটি কুইক রেসপন্স টিমও এসময় জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

এএসএফের কমান্ডার সৈয়দ ইফতেহার আলী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে মহাপরিচালক আমাদের রাজধানী ও আশপাশের জেলায়গুলোয় মোতায়েন করেছেন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করব।”