বঙ্গভবনে রাষ্ট্রপতি, গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবছরের মতো এবারও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 01:42 PM
Updated : 25 June 2017, 01:42 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্য রাজনীতিবিদরাও সর্বস্তারের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার ঈদের সকালে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গণভবনে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সকাল ১১টায় বনানীতে দলের কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি প্রধান খালেদা জিয়া।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেলা ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কূটনীতিক এবং পরে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বনানীতে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বলে জানান রিজভী।