ঈদগাঁয় জায়নামাজ ছাড়া আর কিছু আনবেন না: র‌্যাব প্রধান

জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু ঈদগাঁয়ে না আনার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 06:59 PM
Updated : 23 June 2017, 07:13 PM

জাতীয় ঈদগাঁয়ের নিরাপত্তা নিয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা শহরে ৪১০টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

“আমরা নগরবাসীকে অনুরোধ করেবলব, দয়া করে জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে ঈদগাঁয়ে আসবেন না।যখন নামাজ পড়তে আসবেন একটু আগে আসবেন দয়া করে। যদিও এখানে (জাতীয় ঈদগাঁ) সকাল সাড়ে ৮টায় নামাজ। প্রত্যেক জায়গায় সময় নিয়ে আসবেন।”

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে অনেক ‘ডিভাইস’স্থাপন করা হবে বলে জানান তিনি।

গত বছর ঈদুল ফিতরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে জঙ্গি হামলার ঘটনায় পুলিশসহ কয়েকজন নিহত হন।

এবার এ ধরনের শঙ্কা আছে কিনা জানতে চাইলে র্যা ব প্রধান বলেন, “জঙ্গিদের বিষয়ে আমরা কঠোরভাবে মনিটর করছি।গত বছর হলি আর্টিজান ঘটনার পর বিভিন্ন অভিযানে অনেক জঙ্গি গ্রেপ্তার ও নিহত হয়েছে।

“আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। আমরা সব সময় সতর্ক রয়েছি।”