এএসপি মিজানুর হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ কমিশনার-এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ জুলাই দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 10:31 AM
Updated : 22 June 2017, 10:31 AM

ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক বৃহস্পতিবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন জমার এ দিন ধার্য করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমান হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন।

রাজধানীর রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে ঢাকা বোট ক্লাবের বিপরীত দিকের রাস্তার পাশে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বুধবার বেলা ১১টার দিকে তার লাশ পাওয়া যায়।

মিজানুর রহমান

ওইদিন ভোরে সেহেরি খাওয়ার পর ভোর ৫টার দিকে সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হওয়া এএসপি মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মিজানুরের লাশের ময়নাতদন্তে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

তিনি বলেন, নিহত মিজানুরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের চামড়ার নিচে জমাট রক্ত দেখা গেছে। গলায় দাগ রয়েছে।