রাঙামাটিতে ধসে নিহতের সংখ্যা বেড়ে ১২০

নিখোঁজ দুইজনকে মৃত ধরে রাঙামাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 03:16 PM
Updated : 21 June 2017, 03:16 PM

বুধবার বিকালে সংবাদ সম্মেলনে রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, ওই দুজনকে মৃত ধরায় তাদের হিসাবে আর কেউ নিখোঁজ থাকছে না।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত বলেন, রাঙামাটি পৌর সদরের ভেদভেদি পশ্চিম মুসলিমপাড়ায় ঘরে পাহাড়ের মাটিচাপায় ঘটনায় নিখোঁজ শাজাহান (৯) এবং একই এলাকার রুবি আক্তারের (৩৭) খোঁজ নয়দিনেও না মেলায় তাদের মৃত ধরা হয়েছে।

রাঙমাটির শিমুলতলীতে ধস

সাংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এ পর্যন্ত নিহতদের পরিবারকে নগদ ২৩ লাখ ৮০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে পাঁচ হাজার করে ছয় লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এছাড়া প্রশাসন পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলোতে  নগদ ১২ লাখ এবং পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সাগরে নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে টানা কয়েক দিনের বৃষ্টিতে রাঙামাটি ও আশপাশের জেলাগুলোতে পাহাড় ধসে মাটিচাপায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।