অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বিসিকের দুই প্রকৌশলী

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দুই প্রকৌশলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 12:06 PM
Updated : 21 June 2017, 03:41 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি থানার একটি দুর্নীতির মামলায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা সাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-বিসিক পুরকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম খান ও একই বিভাগের সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন।

ঝালকাঠির নলছিটি থানায় ১৯ জুন দায়ের করা মামলায় মঙ্গলবার রাজধানীর মতিঝিল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আহমার উজ জামান।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার তাদের জামিনের আবেদন করেন। আর দুদকের পক্ষে সাহিদুর রহমান জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগের বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছিলেন, ঝালকাঠি বিসিক শিল্প নগরী প্রকল্পের জন্য ১১ দশমিক শূণ্য ৮ একর জমি অধিগ্রহণ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ভূমির উন্নয়নের নামে ভুয়া চারটি পুকুর দেখিয়ে এগুলোতে মাটি ভরাটের নামে একটি প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন।

তারা ২০১৫ সালের ২৪ জুন থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করেন।