রাজধানীতে পানি সঙ্কট নেই: মোশাররফ

ঢাকা শহরে বর্তমানে পানির কোনো সঙ্কট নেই বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 09:38 AM
Updated : 21 June 2017, 09:38 AM

বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তের মন্ত্রী আরও বলেন, “শুষ্ক মৌসুমে যান্ত্রিক ত্রুটি কিংবা বিদ্যুতের উঠানামার কারণে কোথাও কোথাও সাময়িক পানির স্বল্পতা দেখা দেয়, যা বিকল্প উপায়ে পানির গাড়ি দিয়ে ও ডাইভার্সনের মাধ্যমে সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয়ে থাকে।”

আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ বিশুদ্ধ পানির সুবিধায় আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।”

সংরক্ষিত আসনের জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনসহ অন্যান্য সিটি কর্পোরেশনেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন তৈরির কার্যক্রম চলমান রয়েছে।”

এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে বলেন, “বর্তমানে বিআরডিবি’র আওতায় তিনটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।