‘চিফ হুইপের সময় নিয়ম ঠিক থাকবেতো?’

সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের বাইরে বক্তব্যের সুযোগ না দেওয়ার আহ্বান জানানোয় প্রধান হুইপ আ স ম ফিরোজকে উদ্দেশ্য করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তার বক্তব্যের সময়ে নিয়ম ঠিক থাকবেতো।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 09:42 AM
Updated : 19 June 2017, 10:45 AM
সোমবার সংসদ অধিবেশনে বাজেট আলোচনা চলাকালে প্রধান হুইপ ফিরোজ ফ্লোর নিয়ে স্পিকারের প্রতি অনুরোধ রেখে বলেন, “বাজেটের ওপর এ পর্যন্ত ১২৬ জন বক্তব্য দিয়েছেন। আরো ১২০ জন বক্তব্য দিতে বাকি রয়েছে। আমাদের হাতে সময় কম।

“বিরোধী দলের প্রধান হুইপসহ সকল হুইপ বসে কোন সংসদ সদস্য কতক্ষণ বক্তব্য দেবেন, সময় ঠিক করে দিয়েছি। মাননীয় স্পিকার, আপনার প্রতি অনুরোধ ওই সময়ের মধ্যে যেন থাকেন। আর সংসদ সদস্যদের অনুরোধ জানাব, আপনারা নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করবেন।”

ফিরোজের কথা শেষ হলে স্পিকার শিরীন শারমিন বলেন, “মাননীয় চিফ হুইপ, আপনার বক্তব্য দেওয়ার সময় তখন এই নিয়ম থাকবেতো?”

এসময় অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে।

চিফ হুইপের এ অনুরোধের পর স্পিকারকে একাধিক সংসদ সদস্যের বক্তব্যের সময় বাড়িয়ে দিতে দেখা গেছে।

বাজেট আলোচনায় বক্তার তালিকা ও সময় স্ব স্ব দলের হুইপদের মাধ্যমে ঠিক করে স্পিকারের কাছে জমা দেন দুই দলের প্রধান হুইপরা। নির্ধারিত সময়ের বাইরে প্রায় প্রতিদিনই অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার-ডেপুটি স্পিকারকে সময় বাড়িয়ে দিতে হয়।