পাহাড় ধসে হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক

ভারি বর্ষণে পাবর্ত্য তিন জেলাসহ ছয় জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 08:42 AM
Updated : 19 June 2017, 09:05 AM

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় পাহাড়ধসে ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। তাদের উদ্দেশে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।

“পাশাপাশি লন্ডনের অগ্নিকাণ্ডে অনেক লোকজন হতাহত হয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্দেশেও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।”

টানা বৃষ্টিতে পাহাড় ধসে বিপর্যয়ের তিনদিন পর গত ১৬ জুন পার্বত্য জেলা রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় এই দুর্যোগে ১৬০ জনের মতো মারা গেছে। এর মধ্যে রাঙামাটিতে সর্বোচ্চ ১১৩ জনের প্রাণহানি ঘটেছে।