রাঙামাটিতে পাহাড় ধসে আহত দুইজনের মৃত্যু

রাঙামাটিতে পাহাড় ধসে আহত দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলাটিতে চলমান দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে।

মিন্টু চৌধুরী রাঙামাটি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 01:54 PM
Updated : 18 June 2017, 01:54 PM

রোববার সকালে আহত নবী হোসেন (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ১৮ মাস বয়সী শিশু মো. জিসান রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

দুইজনই রাঙামাটি সদরের ভেদভেদি নতুনপাড়া এলাকায় পাহাড় ধসে আহত হয়েছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবী হোসেনকে শনিবার ঢাকা মেডিকেলে  নেওয়া হয়েছিল। রোববার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার আগে রাতে শিশু জিসানকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ম্যাজিস্ট্রেট ইখতিয়ার উদ্দিন বলেন, তারা এখন পর্যন্ত পাহাড় ধসে ২০০ ব্যক্তি আহত হওয়ার খবর পেয়েছেন। এদের মধ্যে ৮৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ নিয়ে রাঙামাটি সদর উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। এছাড়া কাউখালী উপজেলায় ২১, কাপ্তাই উপজেলায় ১৮, বিলাইছড়ি উপজেলায় দুই এবং জুরাছড়ি উপজেলায় ছয়জন মারা গেছে।