কোরাম সংকটে সংসদ অধিবেশনে দেরি

সংসদ নেতা উপস্থিত থাকলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতির কারণে অধিবেশন আধাঘণ্টা দেরিতে শুরু হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 06:48 AM
Updated : 18 June 2017, 07:00 AM

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংসদ ভবনে পৌঁছে সরাসরি অধিবেশন কক্ষে যান। তখন অধিবেশন কক্ষে ১৬ জন সাংসদ উপস্থিত।

সংবিধানের নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু করতে হলে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকতে হয়, যেটা কোরাম বলা হয়।

রীতি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় পুরো সংসদ ভবনে বেল বাজা শুরু হয়। অধিবেশনকক্ষে কোরাম পূর্ণ হলে বেল বাজা বন্ধ হয়। রোববার কোরামপূর্ণ হতে প্রায় আধাঘণ্টা সময় লাগে।

রমজান মাস হওয়ায় চলমান বাজেট অধিবেশন প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়। তবে প্রায়ই দিনই সংসদের বৈঠক শুরু হতে ১৫-২০ মিনিট দেরি হচ্ছে। 

গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন।

ওইদিন বাজেট আলোচনায় কয়েকজন সংসদ সদস্য সময় বেশি চাইলে ডেপুটি স্পিকার বলেন, “আপনারা সবাই পরে বক্তব্য দিতে চান। শনিবার সংসদে আসতে চান না। সংসদে ঠিকমতো উপস্থিও থাকেন না।”

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, গত শনিবার সংসদের বৈঠক হওয়ার কথা ছিলো। তবে আইন প্রণেতাদের অনাগ্রহের কারণে তা হয়নি।