ঝড় কেটে যাওয়ার পর লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রমের পর সারাদশে লঞ্চসহ নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 09:36 AM
Updated : 30 May 2017, 09:40 AM

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় মঙ্গলবার দুপুর ২টা থেকে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসার পর সোমবার বিকাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

ঝড়টি মঙ্গলবার সকালে উপকূল অতিক্রম শুরু করে। এটি এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।   

বিআইডব্লিউটিএ’র পরিবহণ পরিদর্শক হুমায়ুন কবির মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর বিভিন্ন রুটের লঞ্চগুলো সদরঘাট পন্টুনে সচল হওয়া শুরু করেছে।” 

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বাতাসের বেগ অনেক বেশি ছিল। এখন তা অনেকটা কমে এসেছে।”