ভাস্কর্য: হেফাজতের দাবির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক

দেশের সব ভাস্কর্য সরাতে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলোর দাবির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 07:59 PM
Updated : 27 May 2017, 07:59 PM

সংগঠনটি রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। ওই দিন থেকেই দেশের সব ভাস্কর্যের নিচে ‘প্রতিবাদী চিত্রাঙ্কন’ কর্মসূচি চালিয়ে যাবে সংগঠনটি।

শনিবার বিকালে রাজধানীর শাহবাগে উদীচীর বিক্ষোভ-সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখা সভাপতি মোর্শেদ হালিম, সংগঠনের কর্মী জয় এবং উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরের নিঃর্শত মুক্তির দাবিও জানান তিনি।

সরকারি কাজে বাধাদানের অভিযোগে এই চার তরুণের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। রোববার তাদের জামিন আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

জামসেদ আনোয়ার জানান, রোববার তাদের জামিন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে উদীচী। পহেলা জুন স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করা হবে।

উদীচী সাধারণ সম্পাদক বলেন, প্রতিবাদী কর্মসূচিগুলো সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে পালন করা হবে।

উদীচীর পাশাপাশি একই দাবিতে রোববার সকালে প্রতিবাদ সমাবেশ করবে লেখক-শিল্পী-সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী জোট।