রমজানে ইফতারসহ খাদ্যপণ্যে ভেজালের আশঙ্কা পবার

আসন্ন রমজান মাসে ইফতারসহ সব খাদ্যদ্রব্য ভেজাল ও বিষমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 11:19 AM
Updated : 26 May 2017, 11:19 AM

রমজান মাসে বাড়তি চাহিদার ভিড়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি  মুনাফা করতে খদ্যপণ্যে ক্ষতিকর ‘বিষাক্ত রাসায়নিক’ মেশাতে পারে বলে এসব সংগঠন আশঙ্কা করছে।

শুক্রবার সকালে চকবাজার শাহী মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবেশ আন্দোলন বাংলাদেশ (পবা)।

এতে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, রমজানকে সামনে রেখে বিভিন্ন খাদ্যপণ্য, বিশেষ করে ইফতারিতে যেসব খাদ্যপণ্য বেশি ব্যবহার হয় সেগুলোর উৎপাদন, আমদানি ও মজুতের হার বেড়েছে।

“কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এসব খদ্যপণ্যে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক ও ভেজালের মিশ্রণ করে থাকে।

“দেশের প্রতিটি নাগরিকের জন্য বিষ ও ভেজালমুক্ত এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।”

পবা ছাড়াও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসাফ), বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ ফোরাম এবং পরিবেশ আন্দোলন মঞ্চসহ কয়েকটি সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।