নজরুল চর্চা হলে জঙ্গিবাদের উত্থান হত না: আকাশ

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের পেছনে সংস্কৃতি চর্চা বিশেষত কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের চর্চা কমে যাওয়ার ভূমিকা রয়েছে বলে মনে করেন অধ্যাপক এম এম আকাশ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 06:34 PM
Updated : 25 May 2017, 06:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদযাপনে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতায় একথা বলেন তিনি।

নজরুলের অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা এবং তার সমাজ ভাবনার নানা দিক তুলে ধরেন এমএম আকাশ।

নজরুলের নানা কবিতা আর লেখনির উদাহরণ দিয়ে তিনি বলেন, “নজরুল সাহচর্য দিন দিন কমে যাচ্ছে আমাদের মধ্যে। তার ক্ষুরধার চিন্তা আর অন্যায়ের বিরুদ্ধে অবিচল মনোভাব যদি ধরে রাখা যেত তবে আজ তরুণ সমাজে জঙ্গিবাদ দেখা দিত না। নজরুলকে ভুলে যাওয়া ঠিক হবে না।”

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান তার সঙ্গে একমত পোষণ করে বলেন, “কোনো নির্দিষ্ট বর্গের মধ্যে কিন্তু নজরুলকে ফেলা যায় না। তিনি একদিকে কামাল আতাতুর্কের জয়ধ্বনি করেছেন, অপরদিকে কামাল পাশার সমর্থন দিচ্ছেন, একবার শ্যামা সঙ্গীত গাইছেন অপরদিকে ইসলামিক গান করছেন। সবার সঙ্গেই থেকেছেন তিনি।

“কিন্তু যেখানেই সংকীর্ণতা দেখেছেন সেখানেই বিরোধিতা করেছেন। এই বিষয়টা এখন আমাদের মধ্যে আর নেই।"

বক্তৃতা শেষে শিল্পী মুস্তফা জামান আব্বাসী নজরুল সঙ্গীত পরিবেশন করেন।