অবিন্তা কবিরের নামে ঢাবিতে ‘সাইবার সেন্টার ও আর্কাইভ’

হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী অবিন্তা কবিরের স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সাইবার সেন্টার ও আর্কাইভ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 01:11 PM
Updated : 24 May 2017, 01:31 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রন্থাগারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই সেন্টার উদ্বোধন করেন।

অবিন্তা কবির ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই অত্যাধুনিক সাইবার সেন্টার ও আর্কাইভ স্থাপন করা হয়।

অবিন্তা কবির ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে ১৭ বিদেশির সঙ্গে নিহত হন। তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন।  

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “যুক্তরাষ্ট্রে বসবাস করেও বাংলাদেশের প্রতি গভীরভাবে অনুরক্ত অবিন্তা ছিল দেশ অন্তপ্রাণ।

“বিলাসবহুল জীবন যাপন করার পরও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার যে অভিপ্রায় সে পোষণ করত এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছিল সে তার দেশপ্রেমেরই প্রকাশ।”

জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

অবিন্তা কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন নিলু রওশন মোর্শেদ বলেন, “একজন মেধাবী শিক্ষার্থী ছাড়াও অবিন্তা কবির শিল্প ও নন্দনতত্ত্বপ্রেমী ছিল।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও সদস্যদের কাজকে সহায়তা করার পাশাপাশি তাদের কাজের মাধ্যমে অবিন্তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

অনুষ্ঠানে অবিন্তা কবিরের মা রুবা আহমেদ একমাত্র সন্তানকে নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠানে অবিন্তা কবিরের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।