নাখালপাড়ায় রেললাইনে ত্রুটি, চলাচলে ধীর গতি

ঢাকার নাখালপাড়ায় রেললাইনে ত্রুটি দেখা দেওয়ায় কিছু সময় ধীর গতিতে ট্রেন চালানোর পর তা মেরামত করেছে কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 08:45 AM
Updated : 24 May 2017, 08:45 AM

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকায় রেললাইনের এক পাশের পাতে ফাটলের মত দাগ দেখে এক নারী সেখানে এক টুকরো লাল কাপড় দিয়ে ঝাণ্ড ঝুলিয়ে দেন।

এরপর ঘণ্টাখানেক ওই এলাকা দিয়ে যাওয়া সব ট্রেন ধীর গতিতে লাইনের ওই অংশ অতিক্রম করে। 

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশনস) মো. সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করেন।

লাইনে কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গায় স্লিপার ভেঙে ডেবে যাওয়ায় লাইন বাঁকা হয়ে গিয়েছিল। রেলকর্মীরা তা মেরামত করে চলাচলের উপযোগী করেছেন।