মদ রাখায় রেইনট্রি হোটেলের বিরুদ্ধে মামলা হচ্ছে

লাইসেন্স ছাড়া মদ রাখায় মামলা হচ্ছে ঢাকার বনানীর রেইনট্রি হোটেলের বিরুদ্ধে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 06:39 PM
Updated : 22 May 2017, 06:40 PM

দুই তরুণী ধর্ষণের ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসার পর বনানীতে আবাসিক এলাকায় সংসদ সদস্য বিএইচ হারুনের সন্তানদের মালিকানাধীন এই চার তারকা হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা।

গত ১৪ মে অভিযানের সময় হোটেলটিতে অবৈধভাবে রাখা ১০ বোতল মদ পাওয়ার কথা জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সোমবার সাংবাদিকদের জানান, ওই ১০ বোতল মদ উদ্ধারের পর তার নমুনা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছিল। সোমবার তার প্রতিবেদন পাওয়া গেছে।

প্রতিবেদনে বোতলের পানীয়তে ১৩.৪৯ ভাগ এলকোহল পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “কোনোরূপ লাইসেন্স ছাড়াই এসব মদ রাখা হয়েছিল। আগামীকাল (মঙ্গলবার) রেইনট্রি কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। এরপরেই মামলা করার বিষয়টি আসবে।”

তরুণীদের অভিযোগ অনুযায়ী, এই রেইনট্রি হোটেলেই ঘটে ধর্ষণের ঘটনা

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো পানীয়তে দশমিক ৫ ভাগ এলকোহল পাওয়া গেলেও তা মদ হিসাবে গণ্য হবে।

“লাইসেন্স ছাড়া এসব মদ সংরক্ষণ, বিক্রি বা কারও হেফাজতে থাকা আইনত দণ্ডনীয় অপরাধ।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শুল্ক গোয়েন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তদন্তের দায়িত্ব শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নেবে।

এদিকে মদ রাখার বিষয়টি অস্বীকার করে রেইনট্রি কর্তৃপক্ষ শুল্ক গোয়েন্দাদের অভিযানে তা পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।