ঢাকার রাস্তায় প্রাণ গেল তিনজনের

রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও বিমানবন্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 01:11 PM
Updated : 22 May 2017, 01:11 PM

এর মধ্যে সোমবার সকালে বিমানবন্দর গোলচত্বর এবং যাত্রাবাড়ীতে দুইজন নিহত হন। রোববার গভীর রাতে গাবতলীতে মারা যান অন্যজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী উত্তরা ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মধ্যে পড়ে গুরুতর আহত হন জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক।

“পথচারীরা তাকে হাসপাতালে আনলে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিল্লুর।”

নিহতের মামাতো ভাই মেহেদী হাসপাতালে সাংবাদিকদের জানান, জিল্লুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙায়। থাকতেন ডেমরা বাঁশেরপুল এলাকায়।

এর আগে ভোরে বিমানবন্দর গোলচত্বর এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হন মিলন মিয়া মিয়া (৪২) নামের এক ব্যক্তি।

বিমানবন্দর থানার এসআই মনিরুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মিলন।

মিলন রূপনগর আবাসিক এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনার ভাবখোলা গ্রামে।

অন্যদিকে রোববার রাত ১টার দিকে গাবতলী মোড়ে দুর্ঘটনায় পড়েন নাহিদ (২০) নামের এক যুবক।

সাইকেল চালিয়ে সাভার যাওয়ার পথে একটি লরির ধাক্কায় নাহিদ প্রাণ হারান বলে দারুস সালাম থানার এসআই ময়নাল হক জানিয়েছেন।

নাহিদ তেতুলিয়া পরিবহনের বাসচালকের সহকারী ছিলেন বলে জানান তিনি।