যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষকের জামিন বাতিল

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 11:19 AM
Updated : 22 May 2017, 11:19 AM

রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার আপিল বিভাগ তার জামিন বাতিলের পাশাপাশি এক সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

২০১৬ সালের এপ্রিলে মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এই মামলায় হাই কোর্ট থেকে তিনি চলতি বছরের ১২ এপ্রিল জামিন পান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই জামিন আদেশের বিরুদ্ধে রোববার চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার আদালত শুনানির জন্য আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

“আজ সেটির শুনানি নিয়ে আপিল বিভাগ মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।”

মামলাটি বর্তমানে ঢাকার নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন।