বনানী ধর্ষণ: গাড়িচালক বিল্লালের জবানবন্দি

সাফাত আহমেদ ও সাদমান সাকিফের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বনানীর ধর্ষণ মামলার অন্যতম আসামি গাড়িচালক বিল্লাল হোসেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 04:16 PM
Updated : 21 May 2017, 04:16 PM

আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের গাড়িচালক বিল্লালের বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ করা হয়েছে মামলায়।

গত ১৫ মে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর রোববার ঢাকার হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বিল্লাল।

সন্ধ্যার পর জবানবন্দি নেওয়া শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মাহমুদুল হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা দুপুরে বিল্লালকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আব্দুল মান্নান জানান।

বিচারক মাহমুদুল হাসান তার খাস কামরায় আসামি বিল্লালের জবানবন্দি নেন।

এর আগে গত ১৮ মে এই ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত ও সাদমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার আরেক আসামি নাঈম আশরাফ বা হালিম গ্রেপ্তারের পর এখন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছেন।

মামলার আরেক আসামি সাফাতের দেহরক্ষী রহমত আলীও আটক রয়েছেন।