পরিবেশ রক্ষা করে উন্নয়নে গুরুত্ব তথ্যমন্ত্রীর

পরিবেশ রক্ষা না করে নির্বিচারে উন্নয়নকাজ চালালে সে উন্নয়ন টেকসই হবে না বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 12:38 PM
Updated : 19 May 2017, 12:38 PM

তিনি বলেছেন, “পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে।”

শুক্রবার রাজধানীতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ‘নবারুণ পরিবেশ সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সব শ্রেণির পাঠ্যসূচিতে ‘পরিবেশ জ্ঞান’ বাধ্যতামূলক করা প্রয়োজন।

“আমরা কারখানা-ঘরবাড়ি বানাচ্ছি। তবে এ উন্নয়ন পরিবেশ রক্ষা করে করতে হবে, তাহলেই একমাত্র টেকসই উন্নয়ন সম্ভব হবে।

“অপচয় না করে পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন করতে হবে। লেখাপড়া শিখব এবং পরিবেশ সম্পর্কেও জানব।”

শিশু-কিশোরদের পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

“শুধুমাত্র গান-বাজনা ও পড়ালেখা করলেই হবে না, পরিবেশ সম্পর্কেও জানতে হবে।”

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণ’ পাঠক ও শিশু-কিশোরদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে নবারুণ পত্রিকার অনলাইন সংস্করণের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

অন্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।