পুনর্মিলনীতে ঢাবি ফজলুল হক হল

জৈষ্ঠ্যের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ফজলুল হক হলের সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়েছেন মিলন মেলায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 07:33 AM
Updated : 19 May 2017, 07:51 AM

পুরনো বন্ধু, হারানো দিন ও স্মৃতির ছবিকে রঙিন করতেই হাজারো সহপাঠী নাগরিক ব্যস্ততা ছেড়ে শুক্রবার সকালে হাজির হয়েছেন প্রিয় শিক্ষায়তনের সবুজ চত্ত্বরে।

১৯৪০ সালে এই হলের যাত্রা শুরুর পর সাবেকদের নিয়ে সব থেকে বড় মিলন মেলা বসেছে এবার।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, অধ্যাপক আবু জাফর মাহমুদ, কাজী আবদুল ফাত্তাহ, হল প্রভোস্ট হারুন অর রশীদসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত রয়েছেন এই পুনর্মিলনীতে।

অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ হলের যাত্রা শুরু হয়।

পুনর্মিলনী উপলক্ষে পুরনো এ হল সেজেছে রঙিন সাজে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের নেতৃত্বে ফজলুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির উদ্যোগে হয়েছে পুনর্মিলনী ও প্রথম সাধারণ সভার সার্বিক আয়োজন।

সকাল ৯টা থেকে নিবন্ধন শুরুর পর ১০টায় ছিল স্মৃতিচারণ পর্ব। সাড়ে ১১টায় সাধারণ সভা, ১টায় নামাজের বিরতি ও মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।