সমকামিতার অভিযোগে কেরানীগঞ্জে ২৮ তরুণ আটক

ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ জন তরুণকে আটক করার পর র‌্যাব বলেছে, তাদের বিরুদ্ধে ‘সমকামিতার অভিযোগ’ রয়েছে এলাকাবাসীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 07:25 AM
Updated : 20 May 2017, 01:04 PM

র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, শুক্রবার ভোর রাতে কেরানীগঞ্জের আঁটিবাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই তরুণদের আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে, বেশিরভাগই শিক্ষার্থী।

“গত ২৭ মাস ধরে দুই মাস অন্তর প্রতি বৃহস্পতিবার রাতে এই যুবকরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ওই কমিউনিটি সেন্টারে রাত কাটাত। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই।”

তাদের কাছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য, কনডম ও লুব্রিক্যান্ট পাওয়া গেছে জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সমকামিতার বিষয়টি স্বীকার করেছে।”

বিশ্বের বিভিন্ন দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হলেও বাংলাদেশের আইনে ‘প্রকৃতি নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে’ যৌন সম্পর্ককে দণ্ডনীয় অপরাধ বিবেচনা করা হয়েছে।

কেরানীগঞ্জে আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান।