পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ সমানে সমান

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা; আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে অবস্থান সমানে সমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 11:40 AM
Updated : 4 May 2017, 12:29 PM

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১০টি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৭৮ শতাংশ; অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছে ৭৯ দশমিক ৯৩ শতাংশ। সার্বিকভাবে এবার পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৫ শতাংশ।

>> দশ বোর্ডে এবার মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।

>> পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ১০ হাজার ৩৭৩ জন, আর ৮ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।

>> তাদের মধ্যে ৭ লাখ ২৭ হাজার ৬৮৮ জন ছাত্র এবং ৭ লাখ ৪ হাজার ৩৪ জন ছাত্রী পাস করেছে।

>> ছাত্রদের মধ্যে ৫৩ হাজার ৪৮৮ জন এবং ৫১ হাজার ২৭৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

>> জিপিএ-৫ প্রাপ্তির পাল্লায় দুই পক্ষই সমান। উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীদের ৫ দশমিক ৮৮ শতাংশ করে পূর্ণ জিপিএ পেয়েছে।

 

পাসের হারের দিক দিয়ে ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর ও কারিগরি শিক্ষাবোর্ডে ছাত্রীরা এগিয়ে থাকলেও কুমিল্লা, সিলেট ও মাদ্রাসা বোর্ডে পিছিয়ে আছে।

কোন বোর্ডের কী চিত্র

ছাত্রীদের পাসের হার (%)

বোর্ড

ছাত্রদের পাসের হার (%)

৮৭.০৬

ঢাকা

৮৫.৭৩

৯১.৪৪

রাজশাহী

৯০.০১

৮২.১৪

যশোর

৭৮.০১

৮৪.০০

চট্টগ্রাম

৮৩.৯৮

৭৯.৮২

বরিশাল

৭৪.৭৩

৮৫.৭৬

দিনাজপুর

৮২.৩০

৫৮.৬৩

কুমিল্লা

৫৯.৫১

৭৯.৭৯

সিলেট

৮০.৮৫

৭৫.১৭

মাদ্রাসা

৭৭.১৮

৮২.০৬

কারিগরি

৭৭.৫৫

৮০.৭৮

মোট

৭৯.৯৩