বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি

সঞ্চালন লাইনে সমস্যা দেখা দেওয়ায় দেশের অর্ধেক জেলায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 11:44 AM
Updated : 2 May 2017, 01:41 PM

এ প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার (জনসংযোগ) এ বিএম বদরুদ্দোজা খান জানান, তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

পিজিসিবির প্রধান প্রকৌশলী (ট্রান্সিমিশন-২) মো. কামরুল হাসান এ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।  

কিশোরগঞ্জের ভৈরবে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত আশুগঞ্জ-সিরাজগঞ্জ সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই ঘোড়াশাল-ঈশ্বরদী সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দিলে মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ জনপদের অন্তত ৩২ জেলার মানুষকে কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়।

সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পিজিসিবির রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল জোনের সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও থেমে যায়। এরপর এলাকাভেদে দুই থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।   

পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত সিস্টেম রিস্টোর করার চেষ্টা করছি। এখন অবস্থা অনেকটা ভালো, অধিকাংশ জায়গায় বিদ্যুৎ এসে গেছে। বাকি জায়গাগুলোতেও শিগগিরই চলে আসবে বলে আমরা আশা করছি।”